পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা বিএনপি, সাবেক সভাপতি গলাচিপা উপজেলা বিএনপি, জননেতা শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খান এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গলাচিপা-দশমিনা জাতীয়তাবাদী ফোরাম, ঢাকা এর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বাদ আসর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন, সেগুন বাগিচা ঢাকায় দশমিনা বিএনপি এর সহসভাপতি মাহমুদ জিয়ার সভাপতিত্বে এবং গলাচিপা- দশমিনা ফোরামের সাধারণ সম্পাদক ও সহসভাপতি গলাচিপা উপজেলা বিএনপি এ্যাড. মো. হাবিবুর রহমান হিরু এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, দশমিনা উপজেলা বিএনপি সহসভাপতি ও কর আইনজীবী ওহাব হোসেন চৌধুরী, এইচ এম আবু জাফর সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, এম এম মাসুদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মোঃ সাঈদুর রহমান সাইদ সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ১ নং সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ঢাকাস্হ গলচিপা দশমিনার বিএনপি’র নেতৃবৃন্দ এবং গলাচিপা ও দশমিনা বিএনপির নেতা কর্মীরাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আরও পড়ুন – গলাচিপায় বিএনপি নেতা শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণসভা
উল্লেখ্য, স্বৈরাচার আওয়ামীলীগের সরকারের সন্ত্রাসী হামলায় আহত হয়ে আলহাজ্ব মো. শাহজাহান খান দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ২০২২ সালের ২৮ নভেম্বর মারা যান।