December 7, 2024, 6:50 pm

গলাচিপায় নিজ গ্রামে সংবর্ধিত হলেন নুরুল হক নুর

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) ;
গলাচিপায় নিজ গ্রামে সংবর্ধিত হলেন নুরুল হক নুর

পটুয়াখালীর গলাচিপায় নিজ গ্রামে প্রথমবারের মতো গণসংবর্ধণায় সংবর্ধিত হলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার বিকাল ৪টায় উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের হাজী কেরামত আলী ডিগ্রি কলেজ মাঠে চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে গণসংবর্ধণা অনুষ্ঠানটি হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘আমি আপনাদের সন্তান। আপনাদের ভালবাসায় আমি সিক্ত হয়েছি। দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং মা-মাটি-মানুষের স্বার্থে আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীক নিয়ে আগামি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই। আপনারা আমাকে নির্বাচিত করলে বিগত সরকার যে উন্নয়ন করেছে, তার চেয়ে বেশি উন্নয়ন করবো ইনশাল্লাহ।’ তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। ওরা বিদেশে পালিয়েও ক্ষান্ত হয়নি। ওরা ষড়যন্ত্র করে বাংলার শান্ত মাটিকে অশান্ত করে তুলছে। হিন্দু-মুসলিম আমরা ভ্রাতৃত্বের বন্ধনে একসাথে মিলেমিশে কাজ করতে চাই। কিন্তু সম্প্রতি ওরা সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।’ নুরুল হক বলেন, ‘আপনারা সর্বদা সতর্ক থাকবেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থাণে পতিত ফ্যাসিস্ট সরকার ও তার দোসররা যেন কোনভাবেই আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। ঐক্যবদ্ধ হয়ে ওদেরকে আমরা প্রতিহত করবো।’ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আরো বলেন, ‘আমার দলের নাম ভাঙ্গিয়ে দলের নেতাকর্মী অথবা আমার কোন আত্মীয়স্বজন যদি অপরাধ বা দুর্নীতি করে সেক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবেনা।’

আরও পড়ুন- গলাচিপায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত/ নিহতদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল

গণঅধিকার পরিষদ চরকাজল ইউনিয়ন শাখার আহবায়ক আনিসুর রহমান দফাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি এ্যাডভোকেট নাজিম উদ্দিন, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহŸায়ক মো. হাফিজুর রহমান মাস্টার, সদস্য সচিব মো. জাকির মুন্সি। এছাড়া, গণঅধিকার পরিষদের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন যুব অধিকার পরিষদ চরবিশ্বাস ইউনিয়ন শাখার আহবায়ক মো. ইলিয়াস মৃধা।

কে এই নুরুল হক নুর?

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের জুলুম, নির্যাতন ও অত্যাচারের হাত থেকে রক্ষা পায়নি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। কোটায় না মেধায় চাকরি দিতে হবে। এক দফা দাবি নিয়ে ভিপি নুরের নেতৃত্বে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবির শেষ বার্তাও দিয়েছিলেন ভিপি নুর। এখানেই শেষ নয়। গ্রেফতার হয়ে আদালতের সামনে পুলিশের কাঁধে ভর দিয়ে হাঁটা অবস্থায় উচ্চকণ্ঠে তিনি বলেছিলেন ৯০% পতন হয়েছে, কেউ হাল ছেড়ে দিবেন না, ১০% বাকি আছে, শুধু একটি ধাক্কা দিলে সরকার পতন হয়ে যাবে। কোটা সংস্কার আন্দোলনে ভিপি নুরের ভূমিকা ছিল অপরিসীম। জাতি পেল একটি সার্বভৌমত্ব গণতন্ত্র, একটি নতুন স্বাধীন বাংলাদেশ। রাষ্ট্র পেল অন্তর্বর্তীকালীন ২১ সদস্য বিশিষ্ট কমিটির একটি সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা