December 7, 2024, 6:19 pm

পরকীয়ার জের ধরে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি;
পরকীয়ার জের ধরে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা
মৃত - তানিয়া আক্তার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামে পরকীয়ার জের ধরে তানিয়া আক্তার নামে প্রবাসীর এক স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। ২৬ নভেম্বর মঙ্গলবার উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

নিহত তানিয়া আক্তার ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. ফাহাদ হোসেনের স্ত্রী ও এক সন্তানের জননী ছিলেন।

নিহত তানিয়ার শাশুড়ি সুরেজা বেগম জানান, সোমবার রাতে খাবার খেয়ে তার ছেলের বউ, নাতনি ও মেয়ে একই রুমে ঘুমাতে যায়। এর মধ্যে রাত সাড়ে ৯টার দিকে ফাহাদ তার স্ত্রীর মোবাইলে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় ছোট বোন বিথীকে ফোন দেয়। এ সময় ভাবিকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজির পর ঘরের পিছনের টয়লেটে রক্তাক্ত নিথর দেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন – স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যা করে স্বামী আত্মহত্যা

তানিয়ার শাশুড়ি সুরেজা বেগম জানান, তার ছেলের বউয়ের সঙ্গে একই গ্রামের মৃত করিম বিশ্বাসের ছেলে রনির (২৭) পরকীয়া ছিল। এ নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। পরিবারটির ধারণা পরকীয়া প্রেমের জের ধরে রনি তানিয়াকে হত্যা করেছে।

তানিয়ার বাবা আবুল হোসেন জানান, মেয়ের পছন্দেই ৫ বছর আগে ফাহাদের সাথে বিয়ে দেয়া হয়। যারাই আমার মেয়েকে হত্যা করুক না কেনো তার বিচার চাই।

সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, নিহতের গলায় ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাকে ও মুখে সামান্য রক্ত পড়তে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন – আবাসিক হোটেলে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা