December 7, 2024, 5:22 pm

আবাসিক হোটেলে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি;
আবাসিক হোটেলে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি রুবেল

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রংধনু আবাসিক হোটেলে নিয়ে স্ত্রী রুকসানাকে (৩৬) গলাকেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী রুবেলকে (৩৭) রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ (সিপিসি-৩)।

২৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন। এর আগে ২৫ নভেম্বর সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুর মাজার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও রুকসানার মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার রুবেল মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকার মো. লাল মিয়ার ছেলে।

প্রায় ১৮ বছর পূর্বে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা এলাকার মো. সাহেবের সাথে বিয়ে হয় নিহত রুকসানার।

প্রেস বিজ্ঞপ্তি মতে, প্রায় ১৮ বছর পূর্বে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা এলাকার মো. সাহেবের সাথে বিয়ে হয় নিহত রুকসানার। এরপর পারিবারিক বিষয় নিয়ে প্রায়শই স্বামীর সঙ্গে মনোমালিন্য হতো তার। এক পর্যায়ে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। এরপর রুকসানা জীবিকার তাগিদে ঢাকায় চলে আসেন এবং সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে চাকরি নেন। সেখানে সেবা নিতে আসা রুবেলের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আরও পড়ুন – কপোতাক্ষ নদীর চরে উপুড় হয়ে পড়ে ছিল নারীর মরদেহ

পরবর্তীতে উভয়ের সম্মতিতে ২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পর থেকেই রুবেল কোনো কাজ না করে রুকসানার আয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার এক সপ্তাহ আগে রুকসানা রুবেলকে জীবিকা নির্বাহের তাগিদ দেয়। কাজ না করলে বিবাহ বিচ্ছেদের কথা জানালে রুবেল ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। রোববার দিবাগত রাতে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে রুবেল তার স্ত্রীকে মানিকগঞ্জের রংধনু আবাসিক হোটেলের ৫২৬নং কক্ষে উঠেন তারা। হোটেলে পারিবারিক বিষয় নিয়ে ফের তাদের বাকবিতণ্ডা হয়। রাত সাড়ে তিনটার দিকে রুকসানা ঘুমিয়ে পড়লে রুবেল তাকে ধারালো চাকু দিয়ে গলাকেটে হত্যা করে। হত্যার পর রুকসানার মোবাইল ফোন ও চাকুটি নিয়ে পালিয়ে যায়।

এরপর গত সোমবার সকাল নয়টার দিকে হোটেলটির ম্যানেজার সেই কক্ষের সামনে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে চলে যায়। পরবর্তীতে হোটেল ম্যানেজার দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় ডাকাডাকি করে শব্দ না পেয়ে কক্ষের দরজা ধাক্কা দিলে দরজা খুলে গেলে রুকসানার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও র‌্যাবকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

র‌্যাবের লে. কমান্ডার মো. আরিফ হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ, আলামত ও অন্যান্য তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। গতকাল রাতে মিরপুর মাজার রোড এলাকা থেকে মো. রুবেলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রুবেল তার অপরাধের দায় স্বীকার করেছে। গ্রেফতার রুবেলকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন – হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিম গ্রেপ্তার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা