December 8, 2024, 7:15 am

গলাচিপায় সিপিপি সেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি ও গিয়ার বিতরণ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ;
গলাচিপায় সিপিপি সেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি ও গিয়ার বিতরণ
গলাচিপায় সিপিপি সেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি ও গিয়ার বিতরণ

পটুয়াখালীর গলাচিপায় উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগকালীন সময় ব্যবহারের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) সকাল ১১ টায় গলাচিপা উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গলাচিপা অয়োজনে এসব বিতরণ করা হয়।

আরও পড়ুন – গলাচিপায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপ-পরিচালক, অঞ্চলিক কার্যালয়, সিপিপি, বরিশাল ও অতিরিক্ত দায়িত্ব সিপিপি, গলাচিপা জনাব মো: শাহাবুদ্দিন মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান। 

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিপিপি লিডার জনাব আবু হেনা মুঃ শোয়েব আশিষ ঢালী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস। 

আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন টিমলিডার মোঃ দেলোয়ার হোসেন, রতনদী তালতলী ইউনিয়ন টিমলিডার শাকিল খানসহ এ ছাড়াও উপজেলার সকল ইউনিয়নের সিপিপর টিম লিডার সহ সকল সেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – গলাচিপায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরন

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ১৩৫ ইউনিটে ২৭০০ জন (পুরুষ ১৩৫০ ও নারি ১৩৫০) স্বেচ্ছাসেবকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে।

প্রথম দিন উপজেলার ১,১৩ এই ২টি ইউনিটের স্বেচ্ছাসেবদের মধ্যে রেইন কোর্ট, গামবুট, হেলমেট, লাইফ জ্যাকেট, টর্চ লাইট, রেডিও, উদ্ধার ব্যাগ, প্রাথমিক চিকিৎসার ফাস্ট এইড ব্যাগ, মেগাফোন ও হ্যান্ড সাইরেন বিতরণ করা হয়। এবং পর্যায়ক্রমে সকল ইউনিয়নের সেচ্ছাসেবকদের মাঝে বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা