পটুয়াখালী সদর উপজেলা যুবদল কতৃর্ক আয়োজিত বড়বিঘাই ইউনিয়নে যুবদলের কর্মী সভা চলাকালীন সময় ছাত্রলীগের হামলার খবর পাওয়া গেছে।
গত২৯ শে নভেম্বর যুবদলের আয়োজিত কর্মীসভায় যুবলীগের হামলায় এ হতাহতের ঘটনাটি ঘটে।
এতে গুরুতর আহত হন সাবেক সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শিহাব শিকদার ও যুব নেতা রিয়াজ। তারা দুজনই পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসারত অবস্থায় আছেন।
এব্যপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মেহেদী জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুবদল সহ ছাত্রদলের সকল নেতা কর্মীরা।