রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় পৌর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার পানপট্টি ইউনিয়নের সেন্টার বাজার, রেইন্ট্রিতলা বাজার, মোল্লার বাজার, সন্নিরবান বাজার, বটতলা বাজার ও পানপট্টি লঞ্চঘাট বাজার এবং গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া স্লুইস বাজার ও মুরাদনগর ব্রিজ বাজারে এসব লিফলেট বিতরণ করা হয়। পৌর যুবদলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
জাহিদ বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় যুবদলের কার্যক্রমের অংশ হিসেবে গলাচিপা উপজেলার বিভিন্ন হাট-বাজারে আমরা এসব লিফলেট বিতরণ করছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
আরও পড়ুন – গলাচিপায় যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানপট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম (ডলি), ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন খান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহŸায়ক মো. ফজলুর রহমান, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. হাসান মোল্লা, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ইউনিয়ন শ্রমিকদল নেতা নির্মল চন্দ্র হাওলাদার, মো. রিপন হাওলাদারসহ আরও অনেকে।।