December 8, 2024, 3:32 am

গলাচিপায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

স্টাফ রিপোর্টার, গলাচিপা ;
গলাচিপায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান
গলাচিপায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

পটুয়াখালীর গলাচিপায় ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ সেবা দেয়া হয়। 

মেডিকেল ক্যাম্পে গাইনি, নাক, কান ও গলা, মা ও শিশু , নিউরো সার্জারি ও মেডিসিন বিশেষজ্ঞ ১১জন চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে। 

এছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে অসহায়, দরিদ্র বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন। ক্যাম্পে শান্তিপূর্ণ পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা কাজ করে।

গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এইচ এম জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ সম্পাদক এ্যাড. মু. আব্দুর রাজ্জাক ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় বক্তব্য রাখেন এ সংস্থার সহসভাপতি সহিদুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক আমির হোসেন সোহাগ প্রমুখ। 

সার্বিক পরিচালনায় ছিলেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মু. মোকসছেদুল হাসান রুপম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা