ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রসাশনের উদ্যোগে মহান বিজয় দিবস-২১ ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী যথাযথ মর্যাদায় অনুষ্ঠানের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার’র সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
আরও পড়ুন- ১০০ টাকায় পুলিশে চাকরী ১৪ তরুণ-তরুণীর
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান। উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা শিউলি পারভীন, সাবেক পৌর মেয়র ও উপজেলা আ’লীগ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি, শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, ঈমাম, পুরোহিত ও নানা শ্রেণী পেষার মানুষ উপস্থিত ছিলেন।