পটুয়াখালীর গলাচিপায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন মৃধা (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মনির উপজেলার আমখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাঁশবাড়িয়া গ্রামের বাবর আলী মৃধার ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, মনির হোসেন শুক্রবার সকালে বাড়ির পশ্চিম পাশে (রেইনট্রি) গাছ কাটতে ওঠেন। এ সময় গাছের কাটা অংশ বিদ্যুতের তারের ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস লোক ও স্থানীয়রা মনিরের মৃতদেহ গাছ থেকে নামিয়ে ফেলে। পরে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
আমখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, মনিরের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানান তিনি।