পটুয়াখালীর মহিপুর হতে একজন ইয়াবা ব্যবসায়ীকে ৩৮০ (তিনশত আশি) পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার ১৩ আগষ্ট রাতে র্যাবের একটি মাদক বিরোধী অভিযানে মহিপুর থানাধীন আমখোলা টু বাবুল বাজারগামী এলাকা হতে মোঃ ফিরোজ আলম(৩৮) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী পটুয়াখালীর মহিপুর থানার ০৪নং ওয়ার্ডের অনন্তপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিন হাওলাদর এর ছেলে মোঃ ফিরোজ আলম।
আরও পড়ুন- কক্সবাজারে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নিহত-৭
র্যাবের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম জানান, পটুয়াখালীর মহিপুরে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী ফিরোজ আলমকে গ্রেফতার করা হয়। তিনি এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা । আসামীর নিকট হতে ৩৮০ (তিনশত আশি) পিচ কথিত ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার মহিপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।