গলাচিপা উপজেলার প্রেস ইলিকট্রনিক সংবাদকর্মীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান উপজেলা অফিসের হলে বুধবার সকাল ১০ টায় এক মত বিনিময় সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, গণমাধ্যম দেশের সংবিধানের ৪র্থ স্তম্ভ এবং সমাজ রাষ্ট্রের বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ, এলাকার সম্ভাবনা, উন্নয়ন দুর্ণীতি সহ মানুষের চাহিদা পূরণে সংবাদ প্রকাশ করে। যার ফলে সরকার প্রশাসন, রাজনীতি ও সর্ব সাধারণের কাছে সাংবাদিক বা সংবাদ কর্মীরা কর্মক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। হলুদ সাংবাদিকতা, সাংবাদিক সমাজকে ক্ষুন্ন করে এবং বৈষম্য বিভাজন তৈরির কারণে গ্রুপিং সৃষ্টি হয় যাহা কাম্য নয়।
মত বিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, টেলিভিশন ফোরামের সভাপতি মোঃ সোহেল আরমান সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রদান করে।
আরও পড়ুন – আলোচিত মুনতাহা হত্যা মামলায় ৪ আসামির ৫ দিনের রিমান্ড