December 8, 2024, 3:25 am

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী

ঢাকার কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পি,এ) আব্দুল মতিনকে (৫০) গতকাল রোববার রাতে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল মতিনকে আটক করা হয়। আব্দুল মতিন ওবায়দুল কাদের এর ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।

জানা গেছে, রোববার বিকেল পাঁচটায় আব্দুল মতিন নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সার্ভেল্যান্স টিমের মাধ্যমে বাড়ি ঘিরে রাখা হয়। পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত করে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরও পড়ুন – বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে বিদেশি পিস্তলসহ আটক করেছে

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা তাকে আটক করে বাড়ি তল্লাশি করেছি। অভিযানটি বর্তমানে চলমান রয়েছে। তদন্তের স্বার্থে এখন বিস্তারিত জানানো যাচ্ছে না। অভিযান শেষ হলে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা