January 15, 2025, 9:57 am

গলাচিপায় সচেতনতা সভা

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী);
গলাচিপায় নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা সভায় বক্তব্য রাখেন ইউএনও মো. মিজানুর রহমান

‘সচেতন চাষী, সমৃদ্ধ কৃষি’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবে কীটনাশক কোম্পানী সিনজেন্টার আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও গলাচিপা থানার ওসি তদন্ত মো. জয়নাল আবেদীন।

আরও পড়ুন – গলাচিপায় বিভিন্ন প্রজাতির কচ্ছপ পাচারের সময় একজন আটক, ১ বছরের কারাদণ্ড

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনজেন্টা বাংলাদেশ প্রডাক্ট সিকিউরিটি অফিসার মেজর জামাল হায়দার (অব.)।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন, সাইদুর রহমান, দেলোয়ার হোসেন, নাহিদ হাসান ও জাহিদ হোসেন, বিএফএ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সিনজেন্টা বাংলাদেশ এরিয়া ম্যানেজার এএসএম আব্দুর রউফ, সিনজেন্টা গলাচিপা উপজেলা শাখার ডিলার খোকন পোদ্দার প্রমুখ।

আরও পড়ুন – গলাচিপায় খাবারে চেতনানাশক ওষুধ খায়িয়ে চুরি, চক্রের দুই সদস্য গ্রেপ্তার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা