‘আগামী নির্বাচন পর্যন্ত পটুয়াখালী-৩ আসনে কেউ যেন কোন ষড়যন্ত্র না করতে পারে- এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ কারো নাম উল্লেখ না করে তিনি আরো বলেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়নি যে, প্রশাসনের চেয়ার, টেবিল ও খাবার খেয়ে রাজনৈতিক সভা করতে হবে। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ হতে হবে। গত ১৭ বছরে ধানের শীষের সমর্থকরা জুলুম নির্যাতন, অন্যায় অবিচার সহ্য করে হাজারো ত্যাগের বিনিময়ে আজও অবিচল আস্থায় টিকে আছে। আমি স্পষ্ট বলতে চাই, এক গাছের ছাল অন্য গাছে লাগে না। জাতীয়তাবাদী দলের যে মনোনয়ন পাবে কাঁধে কাঁধে মিলিয়ে তার পক্ষে কাজ করব। ২০১৮ সালের অভিজ্ঞতা ্আমাদের ভালো না। গলাচিপা-দশমিনার আপামর নেতাকমৃীরা জান-প্রাণ বাজি রেখে কাজ করেছিল। এর পরের ইতিহাস আপনাদের সকলের জানা।’
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা শহরে বৃহস্পতিবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রায় অর্ধ লক্ষ জনসমাগমের উদ্দেশ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মু. হাসান মামুন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
এর আগে, সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাইস্কুল খেলার মাঠে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। বিকাল ৪টায় সমাবেশ শুরু হলে কানায় কানায় পূর্ণ হয় হাইস্কুল খেলার মাঠ। মাঠ ছাপিয়ে মানুষের ঢল পৌঁছায় মাঠের আশপাশের সড়কেও। গণসমাবেশ জনস্রোতে বিশাল জনসভায় রূপ নেয়।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন খান, খন্দকার মিজানুর রহমান, আব্দুস সালাম মৃধা, পঙ্কজ দেরনাথ, সাংগঠকি সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. বিপ্লব গাজী, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম খান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার ও মো. মাসুম বিল্লাহ, জেলা কৃষক দলের সহ-সভাপতি ও উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদ মো. সাগর খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক আশীষ কুমার সাহা, পৌর যুবদলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার।
আরও পড়ুন – গলাচিপায় দীর্ঘ ১৮ বছর পর জামায়াতের গণসমাবেশ