রোববার উৎসবমুখর পরিবেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে গলাচিপা পৌরসভার ভোট গ্রহন শেষ হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ পৌরসভায় ভোট গ্রহন করা হয়েছে।
এতে বিজয়ী হয়েছেন ৬ হাজার ৪৫৩ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আহসানুল হক তুহিন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের মু. মামুন আজাদ পেয়েছেন ৪ হাজার ৫১৯।
এদিকে সাধারন কাউন্সিলর পদে ১ নম্বরে বিজয়ী হয়েছেন মো. সোহাগ মিয়া, ২ নম্বরে গোলাম সরোয়ার আখি ৩ নম্বরে শাহাবুদ্দিন সিকদার, ৪ নম্বরে সুশীল চন্দ্র বিশ্বাস, ৫ নম্বরে কাওসার আহমেদ ফয়সাল, ৬ নম্বরে আবুল খায়ের বাবলু, ৭ নম্বরে সমির কৃষ্ণ পাল, ৮ নম্বরে সাহেব আলী মাতব্বর, ৯ নম্বরে মো. আল মামুন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ মোসা. সাহিদা নম্বরে ৪,৫,৬ সালমা সুলতানা, ৭,৮,৯ নম্বরে শামীমা কাদের রোজী আক্তার। বেসরকারিভাবে এদের নির্বাচিত ঘোষনা করা হয়েছে।