পটুয়াখালীর গলাচিপায় বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া গ্রামে দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) প্রকল্পের আওতায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) আয়োজনে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসের শুরুতে কৃষকদের সাথে শস্য কর্তন ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
গোলখালী ইউনিয়নের বড়গাবুয়ার আর্দশ কৃষক আব্দুল ছালাম বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আকরামুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.আনিসুর রহমান খাঁন, সার উন্নয়ন কেন্দ্র আইএফডিসি এর পটুয়াখালী জেলা ফিল্ড কো-অর্ডিনেটর মো.হাবিবুর রহমান ও বরগুনা জেলা ফিল্ড কো-অর্ডিনেটর মো.আব্দুর রব। এছাড়াও উপস্থিত ছিলেন কীটনাশক ব্যবসায়ী মো.নবীন ও বড়গাবুয়া গ্রামের কৃষকরা।