December 7, 2024, 3:32 pm

গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, গলাচিপা ;
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে ৭ দিনব্যাপী (৩০ জুলাই-০৫ আগস্ট) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক ও স্টেক হোল্ডারদের সাথে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মতবিনিময় করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য অফিসারের কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪  উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালী, আলোচনা সভা , মাছের পোণা অবমুক্ত করণ, পুকুরের পানি রাসায়নিক  গুণাগুণ পরীক্ষা, নিরাপদ প্রাণীজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, শ্রেষ্ঠ মৎস্য জীবীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা আরও বলেন, ‘মিঠা পানির মাছ উৎপাদনে চীনের পরেই বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন পুকুর, জলাশয়ে মাছ উৎপাদন বৃদ্ধিতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় বিভিন্ন প্রজাতির ১৫ হাজার মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই মাইকিংসহ ব্যাপক প্রচার প্রচারণা চালানো হবে। ৩১ জুলাই সকালে  এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসকের সম্মেলন কক্ষে শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এস এম শাহজাদা মাননীয় সংসদ সদস্য-১১৩, পটুয়াখালী-৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা