বরগুনার পাথরঘাটায় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বাঘা বাঘা প্রার্থীদের হারিয়ে মাত্র ৩৪ বছর বয়সে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এনামুল হোসেইন।
জানা যায়, এনামুল হোসেইন বরগুনা জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাথরঘাটা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন । তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বর্তমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান। এছাড়াও তার সাথে প্রতিদ্বন্দ্বী করেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু তার স্ত্রী সাবেক ইউপি সদস্য নূর আফরোজ হেপি। তাকে দেড় হাজার ভোটের ব্যাবধানে পরাজিত করে পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন এনামুল হোসেইন ।
স্থানীয় প্রবীন রাজনিতীবিধরা জানান, আগামী নতুন প্রজন্মকে এগিয়ে নিবে নব নির্বাচিত এই তরুন নেতা এনামুল হোসেইন। আশা করি পাথরঘাটা উপজেলার সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে এনামুল হোসেইনের ভুমিকা থাকবে অপরিসীম। এতো কম বয়সে জনগণ তাকে সেবা করার সুযোগ দিয়েছেন। এতে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তারা আরও জানান, জনগনের সুখে দুঃখে পাশে থাকতে এবং এলাকার উন্নয়নের স্বার্থে তরুণ প্রজন্মকে বেছে নিয়েছেন পাথরঘাটা উপজেলাবাসী। নব নির্বাচিত এই তরুন নেতাকে আমরা সাধুবাদ জানাই।
পাথরঘাটা উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান এনামুল হোসেইন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পাথরঘাটা উপজেলার বেশিরভাগই মানুষ দরিদ্র ও জেলে। এ সকল মানুষের জীবন -মান উন্নয়নে আমি কাজ করতে চাই। এই উপজেলাকে করা হবে আধুনিক ও স্মার্ট উপজেলা। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে এলাকার উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করারও আহ্বান জানান তিনি ।