“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানাবিধ প্রাকৃতিক দূযোর্গ মোকাবেলায় পটুয়াখালীর গলাচিপায় সিপিপি ইউনিট টিম লিডারদের নিয়ে দিন ব্যাপি কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত।
দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আর্থিক সহায়তায় এবং গলাচিপা ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচি (সিপিপি)’র ব্যবস্থাপনায় শুক্রবার ৭ জুন ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় গলাচিপা উপজেলার সকল ইউনিয়ন লিডার ও ইউনিট টিম লিডারসহ প্রায় ৯০জন পুরুষ ও নারী সদস্যরা অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.শাহাবুদ্দিন মিয়া সিপিপি’র উপ পরিচালক (ডিডি) আঞ্চলিক কার্যালয় বরিশাল ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গলাচিপা উপজেলার সিপিপি টিম লিডার আবু হেনা শোয়েব (আশিষ ঢালী)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও গলাচিপা সিপিপি ১নং ইউনিটের টিম লিডার খালিদ হোসেন মিলটন। গলাচিপা সদর ইউনিয়ন টিম লিডার মো.দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন আল হেলাল বলেন, সকল প্রকার প্রাকৃতিক, সামাজিক ও মানবসৃষ্ট দূর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবকরা মানুষের কল্যাণে এবং জীবন সম্পদ রক্ষার্থে যে অবদান রাখছে তা আজ বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। তিনি মানবতার সেবায় এবং সকল প্রকার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস মোকাবেলায় সকল স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিয়ে পরবর্তী সময়ে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের বিপদ-আপদে পাশে থাকার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রতনদী তালতলী ইউনিয়ন সিপিপি টিম লিডার মো.মোস্তাফিজুর রহমান শাকিল, ডেপুটি উপজেলা টিম লিডার মোঃ মোজাফফর হোসেন প্রমুখ।
আরও পড়ুন- গলাচিপায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ