December 8, 2024, 3:31 am

গলাচিপায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ;

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের সিপিপি স্বেচ্ছাসেবকদের নিয়ে ২ দিন ব্যাপি দুর্যোগ বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অর্থায়নে ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গলাচিপা এর আয়োজনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গলাচিপা উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের সিপিপি স্বেচ্ছাসেবকদের নিয়ে দুই দিন ব্যাপী দুর্যোগ বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গত কাল রবিবার ও সোমবার রতনদি তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। এর সকল স্বেচ্ছাসেবক নিয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন আল হেলাল।

বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি’র উপ পরিচালক (ডিডি) আঞ্চলিক কার্যালয় বরিশাল মো.শাহাবুদ্দিন, রতনদি তালতলী ইউনিয়ন সিপিপি টিম লিডার মো.মোস্তাফিজুর রহমান শাকিল, গলাচিপা সদর ইউনিয়ন টিম লিডার মো.দেলোয়ার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা