December 7, 2024, 5:07 pm

গলাচিপায় টমটম উল্টে জিহাদ নামের কিশোরের মৃত্যু, আহত ২

স্টাফ রিপোর্টার, গলাচিপা ;
গলাচিপায় টমটম উল্টে জিহাদ নামের কিশোরের মৃত্যু, আহত ২

পটুয়াখালীর গলাচিপায় টমটম উল্টে জিহাদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড় চত্রা গ্রামের জাকির খানের ছেলে। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন উলানিয়া এলাকার ২নং ওয়ার্ডের কাচারী কান্দার হালেম গাজীর ছেলে শাহজাহান গাজী (৩০) ও দুলাল ফরাজির ছেলে ফয়সাল(১৬)।

৩১ মে শুক্রবার রাত আনুমানিক ৮:৪০ মিনিটে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার সংলগ্ন রাজ সিনেমা হলের সামনের সড়কে এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, মালামাল পরিবহন কারী খালি টমটমটি গুরিন্দা বাজার থেকে উলানিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অন্ধকারে হঠাৎ টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টমটমে থাকা তিন জনই আহত হয়। এর মধ্যে জিহাদ নামের কিশোর বেশি গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত ডাক্তার মো. নোমান পারভেজ জিহাদকে মৃত ঘোষণা করেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা করেন।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান জানান, দুর্ঘটনার সংবাদটি শুনে ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছি, ওই টমটমে তিনজন লোক ছিল দুজন গুরুতর আহত হয়েছে জিহাদ নামের একজন নিহত হয়েছে। জিহাদের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি তার পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা