December 8, 2024, 5:26 am

অন্তরা ও অনুপমের বিয়ের সামাজিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন, সমাধানের জন্য ৩ দিনে আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, গলাচিপা ;
গলাচিপায় স্ত্রী'র সামজিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর পারিবারিক ও সামজিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ গলাচিপা উপজেলা শাখা, গলাচিপা সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির কমিটি ও পূজা উৎযাপন কমিটি।

বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় কালী মন্দিরের সামনে রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন আয়োজন করা হয়। ছয় দিন ধরে স্ত্রীর স্বীকৃতি পেতে অন্তরা রানী শীল (২২) অনশন করছেন অনুপম ভূইয়া (৩০) নামের এই যুবকের বাড়িতে।

অনুপম ভূইয়া গলাচিপা পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের এ্যাডভোকেট অরুন ভূইয়ার বড় ছেলে। আর অন্তরা রানী শীল বরিশাল বিএম কলেজের অনার্সের (ব্যবস্থাপনা) শেষ পর্বের ছাত্রী।

এছাড়াও অন্তরা রানী শীল (২২) পরিবারের আত্নীয় স্বজন সহ হাজারো নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছেও স্মারক লিপি দেওয়া হবে। এতেও কাজ না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তিন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য অনশনকারী অন্তরা রানী শীল বলেন, আমার মামা ভাড়া থাকতো তাদের বাসায় সেই সুবাদে আট বছর পূর্বে অনুপমের সঙ্গে আমার পরিচয় হয়। একপর্যায়ে আমার সঙ্গে অনুপমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে আমাকে ঘুরতে নিয়ে যায় অনুপম। ঘুরতে নিয়ে গিয়ে বরিশালের একটি মন্দিরে আমাকে শাখা-সিঁদুর পরিয়ে বিয়ে করেন অনুপম। তিনি আরও বলেন, বিয়ের আগে ও পরে অনুপম আমার সঙ্গে অসংখ্যবার মেলামেশা করেছেন। এরপর হঠাৎ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন অনুপম। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনুপমের বাড়িতে অনশন করছি; কিন্তু অনুপমের পরিবার আমার সঙ্গে খারাপ আচরণ করছেন।

কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি দ্বিলীপ বনিক বক্তৃতায় বলেন, গত আট বছর ধরে এই যুগলের মেলামেশা। প্রশাসনের উদ্যোগে গলাচিপায় ডাক বাংলোতে বসে সমাধানের চেষ্টা চালানো হয়। অনুপম ভূইয়া সমাজের কাছে সময় চেয়ে পরিবার নিয়ে ঘরে তালা দিয়ে পিছন দিয়ে গলাচিপা ছেড়ে চলে গেছে। অন্তরা বর্তমানে অনুপমের বাড়ীতে মানবেতর জীবন যাপন করছে। অনুপম ভূইয়া আগেই গা ঢাকা দিয়েছে। আগামী তিন দিনের মধ্যে সমাধান না হলে স্থানীয় জনগন ও আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনগুলোর নেতৃবৃন্দ অনুপম ভূইয়ার বাড়ীতে অবস্থান কর্মসূচি পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি(ভারপ্রাপ্ত)হাজী মুজিবুর রহমান, সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) সর্দার মু.শাহআলম, কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি দ্বিলীপ বনিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি ও জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার শংকর লাল দাস, সাধারণ সম্পাদক সমীর কৃষ্ণ পাল, পূজা উৎযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা,বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত।

এর পূর্বে গত ১৯ এপ্রিল বৃহস্পতিবার থেকে স্ত্রীর স্বীকৃতি দাবিতে গলাচিপা পৌরসভার হাসপাতালের দক্ষিণ পাশে শেরই বাংলা রোড এলাকার অনুপম ভূইয়ার বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন অন্তরা রানী শীল। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই অন্তরা রানী শীল। ছয় দিন অনশন করেও কোন সমাধান পাননি ঐ অন্তরা রানী শীল ।

আরও পড়ুন- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামী ‘র বাড়িতে অনশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা