December 7, 2024, 5:47 pm

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন আছিয়া

মাজহারুল ইসলাম, স্টাফ রিপোর্টার ;
একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন আছিয়া

পটুয়াখালীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে দরিদ্র জেলে পরিবারের আছিয়া বেগম (১৯) স্বাভাবিকভাবে তিন ছেলে সন্তানের জন্ম দিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বুধবার (৩ এপ্রিল) রাত তিনটায় গলাচিপা উপজেলার গলাচিপা উপজেলার একটি বেসরকারি হাসপাতালে এই তিন নবজাতকের জন্ম হয়।

তিন সন্তানের জননী আছিয়া বেগম পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা গ্রামের রাজিব হাওলাদারের স্ত্রী।

এখন পর্যন্ত দুটি শিশু সুস্থ থাকলেও একটি শিশুর শ্বাসকষ্ট রয়েছে। মা সুস্থ আছেন।

বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত নয় টার দিকে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা গ্রামের রাজিব হাওলাদারের স্ত্রী আছিয়া বেগম অসুস্থ হলে ক্লিনিকে ভর্তি হয়। পরে আছিয়ার সিজার ছাড়া সন্তান প্রসবের জন্য চিকিৎসকরা অপেক্ষা করতে থাকেন। এক সময় রাত তিনটার দিকে আছিয়া বেগম পর পর তিনটি পুত্র সন্তানের জন্ম দেয়। প্রথম শিশুটির ওজন ১.৯ দ্বিতীয়টির ১.৫ ও তৃতীয়টির ওজন ১.৪ কেজি। শিশুর মা আছিয়া বেগমের সুস্থ হতে সময় লাগবে। চারজনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে আছিয়া বেগমের স্বামী রাজিব হাওলাদার বলেন, আমি দরিদ্র জেলে। আমার একার আয় দিয়ে সংসার চলে। আমার বউ (স্ত্রী) বুধবার দুপুরে অসুস্থ হইলে গলাচিপা নিয়া আসি। এখানে আসার পর আমরা জানতে পারি তার গর্ভে একাধিক সন্তান রয়েছে। রাইত তিনটায় পর পর তিনটি ছেলে সন্তান জন্ম দেয়। এখন মা ও বাচ্চাদের চিকিৎসা খরচ চালানো আমার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে ডাক্তাররা একটি বাচ্চার শ্বাসকষ্ট হলে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যেতে বলছে। কি করবো বুঝতে পারছি না।

আরও পড়ুন- গলাচিপা চাঞ্চল্যকর জিসান হত্যা মামলার আসামী বেল্লাল গ্রেফতার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা