পটুয়াখালী থানা পুলিশ কর্তৃক ১৪(চৌদ্দ) পুরিয়া হেরোইন সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পটুয়াখালী থানা পুলিশ।
বুধবার (৩ এপ্রিল) পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিন সবুজবাগ এলাকার প্যাদা বাড়ী হতে আসামিদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় পটুয়াখালী থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে আসামী ১। মোঃ রনি প্যাদা (২৩), পিতা মোঃ শহীদুল ইসলাম প্যাদা, ২। মোঃ জহিরুল ইসলাম প্যাদা (৪০), পিতা মোঃ সামসুল হক প্যাদা, উভয় সাং দক্ষিন সবুজবাগ এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা। আসামীদের মাদক বিক্রয় কালে ১৪(চৌদ্দ) পুরিয়া হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে।
আরও পুড়ুন – গলাচিপা চাঞ্চল্যকর জিসান হত্যা মামলার আসামী বেল্লাল গ্রেফতার
আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে বলে জানান পটুয়াখালী থানা পুলিশ।