পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চাঞ্চল্যকর জিসান হত্যা মামলার এজাহারনামীয় কিশোর গ্যাং এর ৪ নং অভিযুক্ত মোঃ বেল্লাল (১৯)কে মহাপরিচালকের নির্দেশনায়, অধিনায়ক র্যাব-৮ এর সার্বিক তত্ত্বাবধানে এবং সদর দপ্তর ইন্টেলিজেন্স উইং এর সহযোগিতায় র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১১, সদর কোম্পানী এর একটি আভিযানিক দল ২ এপ্রিল ২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আনুমানিক রাত ২ টার সময় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বেল্লালকে গ্রেফতার করে।
আসামী মোঃ বেল্লাল (১৯) গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের আবুল হাওলাদার এর ছেলে।
আরও পড়ুন – ঈদের ছুটিতে মোটরসাইকেল নিয়ে বাড়ি যেতে পারবেনা পুলিশ সদস্যরা
উল্লেখ্য, গত ৮ মার্চ ২০২৪ তারিখে গলাচিপা থানার চর বিশ্বাস ইউনিয়নে একদল কিশোর গ্রুপের আক্রমণের শিকার হয় জিসান (১৮) নামের একজন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গত ১৮ মার্চ ২০২৪ তারিখে তার শারীরিক কিছুটা উন্নতি দেখে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার ৫/৬ ঘন্টা পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জিসানকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কিছুক্ষণের ভিতরেই তার মৃত্যু হয়। এই চাঞ্চল্যকর মামলার প্রধান দুইজন (১ নং এবং ২ নং এজাহার নামীয়) আসামিকে ইতোমধ্যে র্যাব কর্তৃক গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।