December 8, 2024, 5:17 am

কিশোর গ্যাংয়ের হামলায় ১০ দিনপর কলেজ শিক্ষার্থী মৃত্যু

স্টাফ রিপোর্টার, গলাচিপা ;
কিশোর গ্যাংয়ের হামলায় ১০ দিনপর কলেজ শিক্ষার্থী মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় কিশোর গ্যাংয়ের হামলায় ১০ দিনপর জিসান ডাক (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৮ মার্চ) চরবিশ্বাস ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন এ হামলার ঘটনাটি ঘটেছে।

নিহত জিসান উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মশিউর রহমান নান্না ডাক এর ছোট ছেলে।

আরও পড়ুন- গলাচিপায় ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মার্চ জিসান বাড়ি থেকে বটতলা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। ঐ সময় কিশোর গ্যাং সদস্যরা মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে রাস্তা দিয়ে ধুলাবালি উড়িয়ে যাচ্ছিল। ঐ সময় জিসান তাকে ডাক দিয়ে মোটরসাইকেল ধীরে চালাতে বলায় কথা কাটাকাটি হয়। একপর্যায় মোটরসাইকেল চালক বাপ্পি তার সাথের কিশোর গ্যাং সদস্যদের খবর দিয়ে বটতলা বাজারে জড়ো হতে বলে। জিসান বাজারে পৌছা মাত্রই তাকে ডাকদিয়ে নিয়ে কিশোর গ্যাং সদস্যরা জিসানের উপড় কাঠের গুড়ি(চলা) দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি মারতে থাকে এক পর্যায় মাথায় আঘাত করলে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা আহত জিসানকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে। ঢাকায় প্রায় ১০ দিন চিকিৎসা শেষে ১৮ মার্চ মঙ্গলবার বাড়ি আনা হয়। বাড়িতে আসার ৫/৬ ঘন্টা পর আবার পুনরায় জিসান আবার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

আরও পড়ুন- ফেসবুকে স্টাটাস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহ’ত্যা

কিশোর গ্যাং এর সদস্যরা হলো – ১. বাপ্পি, পিতাঃ হারুন চৌকিদার ২. মাহিন, পিতাঃ মোশারেফ শিয়ালী ৩. বেল্লাল, পিতাঃ জয়নাল ফকির ৪. মামুন, পিতাঃ জয়নাল ফকির ৫. কামাল, পিতাঃ মোশারফ হাং ৬. মোশারফ, পিতাঃ নজির হাং ৭. ইসা, পিতাঃ মোশারফ হাং ৮. কাওসার, পিতাঃ মোশারফ হাং ৯. বাইজিদ, পিতাঃ আলতাফ চৌকিদার ১০. তরিকুল,  পিতাঃ বাহাদুর ১১. জয়নাল ১২. রোমান, পিতাঃ নূর। এরা সকলেই চরবিশ্বাস ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদাউস আলম খান জানান, এ মারামারির ঘটনা আজ শুনেছি, আগে কেউ অভিযোগ করেনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা