পটুয়াখালীর গলাচিপায় ইয়াবাসহ মাদক সম্রাট লক্ষন দেবনাথ (৫৫)কে আটক করেছে পুলিশ।
১৯ মার্চ মঙ্গলবার গলাচিপা পৌরসভার ৫নং ওয়ার্ডের সাগরদী এলাকা থেকে বিকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি লক্ষন দেবনাথ (৫৫) পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাগরদীর ধীরেন চন্দ্র দেবনাথ এর ছেলে।
আরও পড়ুন- ২ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ নিজাম উদ্দিন গলাচিপা থানা ও সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে লক্ষন দেবনাথকে ৩২০ পিচ ইয়াবা সহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত লক্ষন দেবনাথ দীর্ঘদিন যাবৎ এ ব্যবসার সাথে জড়িত। এদের কারণে ধ্বংস হচ্ছে যুবসমাজ, এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।