December 7, 2024, 6:43 pm

গলাচিপায় “নোঙর ” এর আয়োজনে জাতীয় নদীকৃত্য দিবসে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী)।
গলাচিপায় "নোঙর " এর আয়োজনে জাতীয় নদীকৃত্য দিবসে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৪ই মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য বা নদী রক্ষায় করনীয় দিবস উপলক্ষে গলাচিপায় “নোঙর” বাংলাদেশ পটুয়াখালী গলাচিপা শাখা, নদী রক্ষা কমিটি ও প্রেসক্লাবের যৌথ আয়োজনে র‍্যালী ও পথসভা করা হয়।

নদীর প্রতি মানুষের করণীয় কী, নদী রক্ষায় দায়িত্ব, মানুষের দায়বদ্ধতা কতটুকু; এসব বিষয় স্মরণ করিয়ে দিতে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। নদী সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও মানুষের মধ্যে নদী ভাবনা তৈরি করতে ১৫’ মার্চ শুক্রবার বেলা ১১ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন ফেরি ঘাট রাবনাবাদ নদীর তীরে ব্যানার সহ র‍্যালি ও নদী রক্ষায় করনীয় বিষয়ে এক পথসভা সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন নদী রক্ষা গলাচিপা উপজেলা শাখার সভাপতি এবং প্রেসক্লাব সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মু.খালিদ হোসেন মিলটন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ রহমান, “নোঙর” বাংলাদেশ পটুয়াখালী গলাচিপা শাখার নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জিল্লুর রহমান জুয়েল।

আরও পড়ুন- ২ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এসময় সমাবেশে আরো উপস্থিত থাকেন সাংবাদিক রিপন বিশ্বাস, কমল সরকার, মাজহারুল ইসলাম মলি, মিঠুন পাল, লিমন, শিশির রঞ্জন হাওলাদার সহ আরো অনেকে। এমসয় সভাপতির বক্তব্যে বলেন নদীকৃত্য দিবসে দেশের সকল নদ, নদী গুলোকে সংরক্ষণ, নদীর গতিপথ ঠিক রাখা, নদী দূষণ ও নদী রক্ষায় করনীয় বিষয়ে সরকার সহ নৌ-মন্ত্রণালয়, নদী গবেষণা ব্যক্তিদের, ও সর্ব সাধারণের নদী রক্ষায় এগিয়ে আসার আহব্বান জানান।

উল্লেখ্য ১৪ই মার্চ রোজ রবিবার আন্তর্জাতিক নদী কৃত্য দিবস যাকে আরেকভাবে বলা হয়, আন্তর্জাতিক নদী রক্ষায় করণীয় দিবস। এছাড়া ১৯৯৮ সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৭ সালের মার্চে ব্রাজিলের কুরিতিয়া শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সমাবেশ থেকে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। নদীর প্রতি মানুষের করণীয় কী, নদী রক্ষায় দায়িত্ব, মানুষের দায়বদ্ধতা কতটুকু; এসব বিষয় স্মরণ করিয়ে দিতে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। নদী সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও মানুষের মধ্যে নদী ভাবনা তৈরি করতে গ্রীন ভয়েস জন্মলগ্ন থেকে বাংলাদেশের নদী বাংলাদেশের প্রাণ দেশ বাঁচাতে নদী বাঁচান এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন- রাঙ্গাবালীতে নির্মানাধীন স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের ছাদ ধস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা