ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চান্দেরহাট বাজার এলাকা থেকে ২০০০ (দুই হাজার) পিচ ইয়াবাসহ শাহাবুদ্দিন ও মাকসুদ নামক দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ শাহিন ফকির এর নেতৃত্বে এসআই মো. মনজুর হোসেন, এসআই শাহাবুল ও এএসআই ইয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আরও পড়ুন- রাঙ্গাবালীতে নির্মানাধীন স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের ছাদ ধস
আটককৃত শাহাবুদ্দিন লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরলক্ষী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে ও আটক মাকসুদ একই এলাকার কামালের ছেলে।
তাদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মাদক মামলা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, দুই মাদক ব্যবসায়ীকে দুই হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। মাদকসহ সকল অপরাধীর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।