পটুয়াখালীর গলাচিপায় মহিষের গুঁতায় মো.মনিরুল ইসলাম(৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গোলখালী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের নলুয়াবাগী এলাকায় এ ঘটনা ঘটে। নলুয়াবাগীর ইসকান্দার চৌকিদার এর ছেলে মনিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ১১ মার্চ এক লক্ষ পয়ত্রিশ(১,৩৫,০০০) হাজার টাকা দিয়ে মহিষটি ক্রয় করেছিলেন মনিরুল। মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টার সময় মহিষের ঔষধ খাওয়ানোর সময় মহিষটি হিংস্রাত্মক ভাবে তাকে আক্রমণ করে। মহিষের শিংয়ের আঘাতে ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষত ও রক্তক্ষরণ হয়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যান। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে আমতলীর গাজীপুর বন্দরে নিয়ে যায়। পরে তাকে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাবার পথে শাখারিয়া নামক স্থানে তার মৃত্যু ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ ফোন আলাপে বলেন , আমি ঘটনাটি ৪টার সময় শুনেছি এখন আমি ঘটনাস্থানে যাচ্ছি।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান জানান, আমি ঘটনাটি শুনেছি, এখন পর্যন্ত কারো কোন অভিযোগ পাইনি।