পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে লাকরি বোঝাই ট্রাক ও অটোরিক্সার মুখোমুখী সংর্ঘষে এক জন নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত আনুমানিক পৌঁনে ৯ টায় পটুয়াখালী টু গলাচিপা মহাসড়কে আমখোলা বাজারের পশ্চিম পার্শ্বের শিকদার বাড়ির সন্নিকটে এ দূর্ঘটনা ঘটে। এতে নিহত ড্রাইভারে মুখমণ্ডল থেঁতলে যায়।
নিহত ব্যক্তি আমতলীর শাখারিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের শাখারিয়া গ্রামের মনির মোল্লার ছেলে।
গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ঘাতক ট্রাকটিকে আটক ও মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন- গলাচিপায় ছিনতাইকৃত ৮টি ইভিএম মেশিন উদ্ধার, গ্রেফতার-৩