December 7, 2024, 2:33 pm

গলাচিপায় ছিনতাইকৃত ৮টি ইভিএম মেশিন উদ্ধার, গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার ; গলাচিপা
গলাচিপায় ছিনতাইকৃত ৮টি ইভিএম মেশিন উদ্ধার, গ্রেফতার-৩

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে পানপট্টি ইউনিয়নে নির্বাচনে ব্যবহৃত ইভিএম মেশিন ছিনতাইকায়ের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।

মঙ্গলবার গলাচিপা থানা কমপ্লেক্স সম্মুখে ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১১ নভেম্বর ইভিএম মেশিন ছিনতাই এর ৬ ঘন্টার মধ্যে ৮টি মেশিন উদ্ধার করা হলেও তাৎক্ষণিক জড়িত কাউকে গ্রপ্তার করা হয়নি। তবে সবাইকে গ্রেফতার করার জন্য অভিযান চলে। বিশেষ সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১টার দিকে ৩জনকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অন্যানদের গ্রেফতার করার জন্য অভিযান চলবে।

পানপট্টি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রামর্দন নামক স্থানের আমির হাওলাদার এর ছেলে জামাল (৪০), একই গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে জাকির (৩৮) ও হানিফ হাওলাদার এর ছেলে জীবন (৩৭) ছিনতাইয়ের সাথে জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- গলাচিপায় বিজয়ী প্রার্থীর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা