পটুয়াখালীর গলাচিপায় আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখা ও রমজানের পবিত্রতা রক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ০৭ মার্চ) বিকালে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বাজারের সব শ্রেণির ব্যবসায়ীদের সঙ্গে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল-হেলাল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ে কোনো প্রকার কারসাজি যেন না করা না হয়, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ে কোনো কারসাজি হলে তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে হবে।
আরও পড়ুন – দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আমাদের কাছে বড় চ্যালেঞ্জ -স্বরাষ্ট্রমন্ত্রী
সভায় পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত সক্রিয়, দ্রব্যমূল্যের মূল্যতালিকা প্রর্দশন, ভেজাল খাবার পরিহার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ভোক্তাদের কাছে নায্যমূল্যে বিক্রির বিষয়ে একমত পোষন করেন অংশগ্রহণ কারীরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু.সাহিন, সহকারি কমিশনার ভূমি নাসিম রেজা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জহিরুন্নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আকরামুজ্জামান, গলাচিপা থানা পুলিশের প্রতিনিধি তদন্ত (ওসি) মোকাম্মেল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুসরাত জাহান আনা, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত সহ স্থানীয় ব্যবসায়ী, সামজিক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।