December 8, 2024, 4:02 am

গলাচিপায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদায় পালিত

স্টাফ রিপোর্টার, গলাচিপা ;
গলাচিপায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদায় পালিত

গলাচিপা উপজেলা প্রশাসন ঐতিহাসিক ৭ই মার্চ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে। দিবসের শুভ সূচনায় উপজেলা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, সরকারি বিভিন্ন বিভাগ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেস ক্লাব ও সামাজিক ব্যক্তিবর্গ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

পরে উপজেলা পরিষদ হলরুমে সকাল ৯:৩০ মিনিটে ৭ই মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও শিক্ষার্থীদের কণ্ঠে ভাষন শেষে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু.শাহিন।

আরও পড়ুন – দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আমাদের কাছে বড় চ্যালেঞ্জ -স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.আ.সালাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্দার মু.শাহআলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, অফিসার্স ইনচার্জ ফেরদৌস আলম খান ,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহিদ, সাংবাদিক কলামিস্ট মু.খালিদ হোসেন মিলটন, গলাচিপা ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমূখ।

আলোচনা শেষে, চিত্রাংকন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন – আশাশুনিতে সড়ক দুর্ঘনায় নিহত দুই আহত এক

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা