ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গলাচিপা উপজেলার প্রান্তীক জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে প্রান্তীক জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মহিউদ্দিন আল হেলাল ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহিন।
এ সময় প্রধান অতিথি মু.শাহিন বলেন, বর্তমান সরকার বাংলার মানুষকে ভালোবাসেন। আর ভালোবাসেন বলেই প্রান্তীক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহার সরুপ উপজেলার ২০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে এগিয়ে যাচ্ছে। তার নির্দেশেই জেলা উপজেলার সকল সরকারি কর্মকর্তারা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজকরে যাচ্ছে।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জহিরুন্নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি আজিজুর রহমান বাবুল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা দুর্যোগ ও ত্রান অফিসের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাত হোসাইন আব্বাস প্রমুখ।
এ সময় প্রধান অতিথি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন প্রান্তীক নিবন্ধীত জেলের মাছে ১টি করে গরু বিতরণ করেন। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী প্রান্তীক জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।