পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন মৎস্য বিভাগ, নৌ- বাহিনীর ও গলাচিপা থানা পুলিশ এর বিশেষ কম্বিং অপারেশনে চতুর্থ ধাপে দ্বিতীয় দিনে ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করা হয়েছে।
২৩ ফেব্রয়ারী বৃহস্পতিবার রাতভর গলাচিপার বিভিন্ন নদনদী অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাল জব্দ করলেও এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।
জব্দকৃত জালের মধ্যে রয়েছে ৪ বেহুন্দি জাল ও একটি পাই জাল যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন উপজেলা মৎস্য বিভাগ।
কোম্বিন অপারেশন বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্রতা জহিরুন্নবী জানানা, বেহুন্দীসহ অন্যান্ন অবৈধ জাল উচ্ছেদের জন্য বিশেষ কোম্বিন অপারেশন ২০২৪ এর চতুর্থ ধাপের আজ দ্বিতীয় দিন।
কোম্বিন অপারেশন বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্রতা জহিরুন্নবী জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে এ বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।
পরে জব্দ কৃত জাল গলাচিপা লঞ্চ ঘাটের নদীর পারে জনসাধারণের সম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়।