নদী তীরে ক্ষুদ্র নৌকা-ট্রলার ভিড়ানো মাটির ঘাট স্থাপন নিয়ে অসাধু ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে চলছে বিরোধ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের গ্যাসফিল্ট বাজারের নদী তীরে ক্ষুদ্র নৌকা-ট্রলার ভিড়ানোর স্থানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের সাথে বিরোধী অবস্থান তৈরি হয়েছে স্থানীয় কৃষকদের।
এ ব্যাপারে সোমবার (১৯ ফেব্রæয়ারী) পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেন এলাকাবাসীর পক্ষে স্থানীয় মো. ইছাহাক হাওলাদারের ছেলে মো. গোফরান হাওলাদার।
সরেজমিনে জানা যায়, রবিশস্য ও ধানের মৌসুমে নদীর তীরঘেষা পারিবারিক ও দলগত ক্ষুদ্র ক্ষুদ্র মাটির ঘাট গুলোর চাহিদা বেড়ে যায়। কতিপয় অসাধু ব্যবসায়ীদের কাছে রাজস্ব আদায়ের নামে চলে রমরমা উৎকোচ কারবারি। সুবিধা মত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্যবসায়ীরা কাজ চালিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগীরা জানান।
ঘাট স্থাপণ ও টেন্ডার প্রক্রিয়া বিষয়ে পানী উন্নয়ন কর্তৃপক্ষ জানান, উভয় পক্ষ টেন্ডার চেয়েছে, তবে এখন পর্যন্ত কোন কার্যক্রম নেয়া হয়নি।