December 8, 2024, 3:50 am

গলাচিপায় চোরকে বাঁচাতে পুলিশ আহত

স্টাফ রিপোর্টার, গলাচিপা ;
গলাচিপায় চোরকে বাঁচাতে পুলিশ আহত

সঙ্গবদ্ধ একটি গরু চোরের দল গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন স্থানে হানা দেয়। এসময় স্থানীয় জনতা টের পেলে বুড়াগৌরাঙ্গ নদীতে তাদেরকে ট্রলার নিয়ে গরু চোরের দলকে ধাওয়া করে।

বুড়া গৌরঙ্গ নদীর পাড়ে নিম হাওলা নামক স্থানে চোরের ট্রলারটিকে ধরতে গেলে জনতা হাতেনাতে একজন অপরাধীকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার নিম হাওলা নামক স্থানে সোমাবার দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে ১টার সময়।

এসময় বুড়াগৌরঙ্গ নদীর দুইপারে শতশত জনতা ভীর করে। অপরাধী বরিশাল জেলার মেহেন্দি গঞ্জ উপজেলার আশা গ্রামের মৃত জাহের মিস্ত্রির ছেলে ফরিদ মিস্ত্রী (৪০) জানাযায়, সোমবার দিবাগত রাতেই উৎসুক জনতা চোরের ট্রলারটিকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।

অপরাধীকে উদ্ধার করে ফাঁড়িতে আনাহলে উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে উলানিয়া বন্দর ফাঁড়ির উদ্দেশ্যে করেই টেরটুকরো নিক্ষেপ করে এসময় পুলিশ সদস্য কনস্টেবল সাহেব আলী মাথায় আঘাত পেয়ে আহত হয়। আহত পুলিশ সদস্যকে চিকিৎসা দেয়া হচ্ছে।

দশমিনা উপজেলার রনগোপালদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: শওকত হোসেন জানান, ট্রলারের পোড়া মেশিন দুটো তার কাছে রয়েছে।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: ফেরদৌস আলম খান জানান, অপরাধী আটক আছে, তবে এ ঘটনায় পুলিশ আহত হয়েছে। অপরাধীর বিরুদ্ধে মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা