পটুয়াখালীর গলাচিপায় শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই জহিরুল আলমের (৪১) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ সকালে শ্যালক তরিকুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জহিরুল পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মৃত সিরাজুল আলমের পুত্র।
আরও পড়ুন – একই ঘর থেকে মাসহ দুই সন্তানের মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে জহিরুল তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। বিকালে পারিবারিক কলহের জেরে শ্যালক তরিকুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তরিকুল তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন – গলাচিপায় সাপ বিষয়ক সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম ৭১বিডি২৪কে জানান, থানার মামলা নং-০১ তারিখ ০১-০২-২৪ ইং, ধারা-৩০২/৩৪ পিসি রুজু করা হইয়াছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে প্রেরন করা হয়েছে।