দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী ৩ (গলাচিপা – দশমিনা) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নৌকার মনোনীত প্রার্থী এস এম শাহজাদা। বেসরকারিভাবে স্থানীয় সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় দেশের সকল আসনে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনার কাজ।
পটুয়াখালী-৩ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১৯ টি ইউনিয়নে ১২৪টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৩৬০ জন। বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী এস এম শাহজাদা ৯৪ হাজার ৪১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন ঈগল প্রতীক পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট।