পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়ন হতে বুধবার ভোর ৬ টায় দুটি চিত্রা হরিণ উদ্ধার করে এলাকার স্থানীয় তরমুজ ক্ষেতের শ্রমিকরা।
স্থানীয় সূত্র জানাযায়, চর বিশ্বাস ইউনিয়নের তৌহিদুল ইসলাম গাজীর বাড়ির পাশে হতে একটা হরিণ, অন্যটি চর আগস্তীর সেলিম বিশ্বাস এর বাড়ির পাশ হতে আটক করে স্থানীয় শ্রমিকরা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি তাকে অবহিত করলে হরিণ দুটি উদ্ধার করার জন্য তাৎক্ষণিক স্থানীয় সিপিপি ও অভিযাত্রীক ফাউন্ডেশনের সদস্য মোঃ আল-আমিন, বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগ, অ্যানিমল লাভারস পটুয়াখালীর সদস্যদের ঘটনা স্থলে পাঠায়। ঘটনাস্থল থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়।
পরে প্রাণী সম্পদ দপ্তরের ডা. ফেরদৌস জানান, দুইটি হরিণই অসুস্থ এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে হরিণ দুটি অবমুক্ত করা হবে। ধারনা করা হচ্ছে হরিণ দুটি চর বাংলা বন থেকে লোকালয়ে আসছে।