দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বহুল আলোচিত ও জনপ্রিয় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবির মহাপরিচালক এবং রাষ্ট্রপতির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন এনডিসি, পিএসসি, পিইঞ্জিনিয়ার ঈগল প্রথীক বরাদ্দ পেয়ে গলাচিপায় দলীয় নেতাকর্মী নিয়ে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সোমবার বেলা ১১টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম তাঁর কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেনকে ঈগল প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক বরাদ্দ পেয়ে আবুল হোসেন ওই দিন বিকালে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠান শেষে গলাচিপা পৌরসভার বার বার নির্বাচিত সাবেক সফল মেয়র মরহুম হাজী আব্দুল ওহাব খলিফার কবর জিয়ারত করেন।
মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জনতার উদ্দেশ্যে আবুল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ বিশ্বের বিস্ময়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ ও অনুমতি নিয়ে পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রাথী হয়ে ইগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে আমি উপকূলীয় গলাচিপা-দশমিনা উপজেলার উন্নয়নে শরিক হতে চাই। আপনাদের সার্বিক সাহায্য ও সহযোগিতা পেলে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ঈগল মার্কার বিজয় হবে ইনশা আল্লাহ।’
গলাচিপা সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. ফজলুল হক খলিফার সভাপতিত্বে ও গলাচিপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান শাহিদ প্রিন্স মহব্বত, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন, গলাচিপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, দশমিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, চরকাজর ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান মো. দুলাল চেীধুরী, গোলাম গাউস নিপু তালুকদার ও আবুল কালাম, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন ্ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।