পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জের ধরে মসজিদ কমিটি নিয়ে তর্কবিতর্ক ও মারামারিতে আহত দুই। আহতরা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। চলছে মামলার প্রস্তুতি।
ঘটনাটি ঘটেছে ১৫ ডিসেম্বর দুপুর দুইটার সময় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত আঃখালেক মৃধা বড়িতে। ঐ বাড়ির লোকজনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধ এক পর্যায়ে মসজিদের কমিটি গঠন নিয়ে চরম আকার ধারণ করে। ১৫ ডিসেম্বর জুমা’র নামাজ আদায় করতে গেলে তর্কবিতর্ক ও হাতাহাতির এক পর্যায়ে মারামারি হয় পক্ষদ্বয়ের মধ্যে। এতে মোঃ জাহাঙ্গীর মৃধা ও মোঃ আমিনুল ইসলাম আহত হয় এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে বলে ভুক্তভুগী জানান।
এছাড়াও মোকলেছ মৃধা মসজিদ কমিটির সভাপতি হওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করে যাহার ফলে মুসুল্লিদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয় সময়ে-অসময়ে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউ পি সদস্য মোঃ দুলাল হাওলাদার বলেন, এরা একই পরিবারের সদস্য, জমাজমি বিরোধ নিয়ে জটিলতা চলছে দীর্ঘদিন ধরে। আজকের মারামারি কথা শুনেছি এবং গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে খোঁজখবর নিয়েছি। অভিযোগ পেলে পরিষদের মাধ্যমে সমাধানের চেষ্টা করব।