December 8, 2024, 2:00 am

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: বরগুনা- ১ আসনে জনগণ চায় পরিবর্তন! জনপ্রিয়তায় এগিয়ে মহারাজ

স্টাফ রিপোর্টার, বরগুনা ;
বাংলাদেশ মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ -সভাপতি 'মেয়র' মহারাজ
এডভোকেট কামরুল আহসান মহারাজ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন কিনেছেন ২২ জন নেতাকর্মী। ২২ জনের মধ্যে মনোনয়ন ফরম কিনেছেন টানা পাঁচ বারের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।
এই আসনটিতে সাধারণ ভোটাররা চায় পরিবর্তন।

বরগুনা-১ আসনে ২২জন আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহকারী নেতারা হলেন, বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,জেলা যুবলীগের সাবেক সভাপতি, সাবেক জেলা ছাত্রনেতা ও বরগুনা পৌরসভার মেয়র অ্যাড.কামরুল আহসান মহারাজ,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, বরগুনা পৌরসভার সবেক মেয়র অ্যাড, শাহজাহান হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গোলাম সরোয়ার টুকু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ও আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ছরোয়ার ফোরকান, বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষনা উপকমিটির সদস্য মনিরুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষনা উপকমিটির সদস্য রফিকুল ইসলাম, সাবেক সচিব মিহির কান্তি মজুমদার,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা নাসরিন, বরিশাল মহিলা শ্রমিকলীগের সভাপতি মেহেরুন নেছা, জেলা যুবলীগের সহসভাপতি এলমান উদ্দীন আহমেদ, সাবেক সংসদ দেলোয়ার হোসেনের মেয়ে ফারজানা সুমি, ঢাকা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি গাজী মো.শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এসএম মশিউর রহমান শিহাব, গ্রামীন ব্যাংকের সাবেক ডিজিএম বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দীন বিশ্বাস,ইদ্রিস আলী মোল্লা।

এখানকার সাধারণ মানুষ ও তৃনমুল নেতা কর্মীরা বলেছেন, সারা দেশে এত উন্নয়ন হয়েছে, ‘তূলনা মুলক তেমন কোন উন্নয়ন হয়নি বরগুনা-১ আসনের তিন উপজেলায়! তাই তারা পরিবর্তন চেয়ে এখানকার তরুণ নেতৃত্বের নীতিবান নেতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,জেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগ নেতা ও বর্তমান বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজকেই সমর্থন করছেন। তাকে দলীয় মনোনয়ন দেয়া হলে- এখানকার মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে এই আসনটি দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে উপহার হিসেবে দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা