বরিশাল: ঢাকা থেকে ছেড়ে আসা বাস থেকে ইয়াবাসহ সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্য ও সহযোগিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।
সোমবার (৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয় বলে সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।
আটককৃতরা হলো- বরিশাল জেলা পুলিশের সাময়িক বরখাস্ত কনষ্টেবল মো. আসাদুজ্জামান (৪০) ও সহযোগি মো. মাসুম আকন (৩৯)। আসাদুজ্জামান বরিশাল জেলা পুলিশের কনষ্টেবল পদ থেকে সাময়িক বরাখাস্ত হয়েছে।
সে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভাটিভাঙ্গা গ্রামের মৃত মজিদ হাওলাদারের ছেলে ও মাসুম ঝালকাঠির নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মন্নান আকনের ছেলে।
মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রীজে তল্লাশী চৌকি স্থাপন করে। সকাল ১০টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বাসে অভিযান করেন তারা। ওই বাস থেকে পুলিশের মাস্ক পরিহিত একজনসহ দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশী করে একজনের কাছ থেকে এক হাজার ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই ইশতিয়াক আহমেদ বাদী হয়ে মামলা করবে।
উল্লেখ্য এর আগেও এই পুলিশ সদস্য মাদকসহ আটক হয়েছেন। সেই ঘটনায় বর্তমানে তিনি মাদক মামলায় ক্লোজ রয়েছেন।