বঙ্গবন্ধু স্বাধীনতার পর সাড়ে সাত কোটি লোক নিয়ে স্বপ্ন দেখেছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা আঠার কোটি লোক নিয়ে স্বপ্ন দেখছেন। তিনি দেশের সকল সাধারণ জনগণের কথা চিন্তা করে বিভিন্ন রকম ভাতা চালু করেছেন।
বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালিন ভাতা, শিশু দুগ্ধভাতার সুবিধা প্রদানের মাধ্যমে জনগনের দু:খ ঘুচানোর চেষ্টা চালাচ্ছেন। দেশের রাস্তা-ঘাট, ব্রিজ নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন করে ব্যাপক উন্নতি সাধন করেছেন। যা বিগত কোন সরকারের আমলে সম্ভব হয় নাই।
রোববার (৫অক্টোবর) দুপুরে ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মঞ্জুর আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি এসব কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো: শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: হাফিজ আল মাহমুদ, গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী।অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শাহিন মৃধা।