March 19, 2025, 10:17 am
শিরোনাম :
গলাচিপায় চাঁদা না দেয়ায় হামলা, নির্মান কাজ বন্ধ ॥ আহত ৩ গলাচিপায় ইউএনও’র অপসারণের দাবিতে সর্বস্তরের ছাত্র-জনতার অফিস ঘেরাও কর্মসূচি ও অবস্থান কর্মসূচি গলাচিপার ইউএনও’র ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক, আইডি হ্যাকের দাবি গলাচিপায় ইউএনও এবং খাদ্য কর্মকর্তা অপসারণের দাবিতে পক্ষে-বিপক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গলাচিপায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল গলাচিপায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গলাচিপায় ইউএনও’র অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গলাচিপার আমখোলার ইউপি চেয়ারম্যান গ্রেফতার ঢাকাস্থ চালিতাবুনিয়া সমিতি উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত খুটির জোর কোথায়? ফিল্মি স্টাইলে স্কুল শিক্ষিকা থেকে মেয়র, কে এই জাকিয়া

নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহন উপলক্ষ্যে বিসিসির কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরিশাল অফিস:
নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহন উপলক্ষ্যে বিসিসির কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহন উপলক্ষ্যে বিসিসির কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের এক প্রস্তুতি সভা গতকাল রোববার বিকেলে বিসিসির এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্বেকার রীতি অনুসরণ করে নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহন যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতির বক্তব্যে মেয়র সাদিক আবদুল্লাহ নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান সফলে সকলকে একসাথে কাজ করার আহবান জানিয়ে বলেন, তাঁর দায়িত্বপালনকালিন সময়ে কর্মকর্তা-কর্মচারীরা যেভাবে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সেভাবেই আগামী দিনগুলোতেও তারা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

মেয়র জানান, আগামী ০৯ অক্টোবর তিনি নগর ভবনে তাঁর শেষ কর্মদিবস হিসেবে দায়িত্ব শেষ করবেন। তাঁর দায়িত্বপালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য বিসিসির সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র বলেন, আমি দূর্নীতি মুক্ত একটি নগর ভবন উপহার দেয়ার জন্য প্রানপন চেষ্ঠা করেছি।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম খোকন, কাউন্সিলরবৃন্দসহ কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা