বরিশালের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ জাহিদ ফারুক শামীম।
বরিশাল নগরীর শেখ রাসেল অডিটোরিয়ামে সকালে শিক্ষার মান উন্নয়নে শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী বলেন, গত তিনবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হওয়ায় শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি দেশের বাইরেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সকল শিক্ষার্থীদের বিনামূল্যে বই, শিক্ষা উপকরণ শিক্ষা সহায়তা সহ শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া পূরণ করে যাচ্ছে। তাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর ইশতিহার বাস্তবায়নে পুনরায় তাকে নির্বাচিত করে দেশ ও জাতি গঠনের সুযোগ তৈরির সুযোগ দিবে জনগণ এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।