“পুলিশই জনতা- জনতাই পুলিশ”’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বর্ন্যাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন উপলক্ষে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ঠা নভেম্বর) সকালে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হয়। র্যা লিটি বাগেরহাট জেলা পুলিশ সাইন্সের সামনে থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষে পুলিশ সাইন্সের সামনে শেষ হয়।
পরে বাগেরহাট পুলিশ সুপার আবুল হাসনাত খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।
এ সময় জেলা পুলিশিং কমিটির সভাপতি সরদার সেলিম আহমেদ, সাধারন সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বেমরতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ স্থানীয় সাংবাদিক, প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।